শারদ সংখ্যা ২০২০ || কবিতা || শ্রেয়া রায় চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে


আলো
শ্রেয়া রায় চৌধুরী

আমার দিন ছোট হয়ে এসেছে
অপরাজিতা;
অভিধান থেকে রোজ শব্দ কাটছি,
ফিরে আসার চোরাগলিগুলো হারিয়ে গেছে ...
অপরাজিতা;
আমার মুমূর্ষু যাপনে ক্ষয়ও বড্ড ভারী শোনায়।

মৃত্যুর সতর্ক দৃষ্টিপাতে,
স্নান সেরে রোজ কাঠগড়ায় উঠি,
জীবনের জবানবন্দি দিই।

সাদা কাশফুলের গোছা
আর আশ্বিনের আকাশের গা ধরে
দ্রুত নামতে থাকে বার্ধক্য;

তোমার কাল্পনিক থুতনি ছুঁয়ে অল্প আলো আসে;
নামতার পাতার ভিতর
ফুটে ওঠে আমার অনাহূত সন্তানের সম্ভাব্য জন্মদিন;

জীবনের সব পাপ মুখোমুখি দাঁড়ায়,
সব আলো নিভে যায় অপরাজিতা ;

মৃত্যুর নিপুণতায় সব আলো নিভে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ