শারদ সংখ্যা ২০২০ || কবিতা || অন্তরা দাঁ




পোস্ট বার দেখা হয়েছে


তর্পণ
অন্তরা দাঁ

চারপাশ ঘন হয়ে এলে 
সন্ধে'র অন্ধকারে যখন 
ঠাহর হয় না ভালো 
দূর, উঠে এসে কাছে বসে

ঝাপসা অবয়বহীন কথা যত 
বহুদিন আগেকার সে সব
হেঁটে হেঁটে যারা দূরে গেছে 
আরও দূরে —হারিয়েছে
পথে'র বাঁকে, নদী'র ভেজা বুকে 

ছায়াময় তারা যেন ফেরায় মুখ 
আমার শরীরে মিশে যায় 

ডুব দিয়ে বুজে আছি চোখ 
জোড়হাতে'র মুঠো'য় ঠেকে 
দাদামশায়ে'র ডাঁটিভাঙা চশমা 
তস্য পুরনো পুঁথি'র খসখস 

চাল, ঘি আর কৃষ্ণতিল 
খুঁটে খায় দাঁড়কাক তখন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ