শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বিপ্লব কংস বনিক




পোস্ট বার দেখা হয়েছে


 আগমনি 
বিপ্লব কংস বনিক

জগৎজননী 'মা' আমার এসো ধরা ধামে,
খুশির খবর পাঠিয়ে দিলে শুভ্রমেঘ ভরা খামে।

অপেক্ষার ভোর জাগলো আজ পাখির কলরবে,
প্রহর গোনা শেষ হল মাগো, ঢাকের বাদ‍্যি রবে।

নীল আকাশে শুভ্র মেঘের ভেলা,
মাঠে মাঠে নদীতটে কাশফুলের মেলা।

ভোরের শিশির উঠলো হাসি--
শিউলি ঝড়ে সবুজ ঘাসে আহ্লাদী।

প্রাণে হিল্লোল জাগরণে বিভাবরীর সুর কল্লোল
খুশির জোয়ার গ্রাম শহর আবেগ বিহ্বল।

মাগো এবার কি বর মাগি অস্থির এ ভুবন
কৃপাহি কেবলম, রক্ষাকরো সাধের ত্রিভুবন!

মুছে যাক এ আধার আলোর প্রদীপ জ্বালো
অভীষ্ট লাভ জগৎজুড়ে যা কিছু সব ভালো।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ