শারদ সংখ্যা ২০২০ || কবিতা || দেবপ্রসাদ বসু




পোস্ট বার দেখা হয়েছে


অন্ধ কবি চামার
দেবপ্রসাদ বসু 

আর যাই করও -----
ধৃতরাষ্ট্র কবি কোরোনা আমায়।
বস্ত্রহরণ, জতুগৃহ, কপট পাশার পক্ষে
লিখতে পারবোনা কোনওদিন।
ধর্ষিতাকে বদনাম দিতে পারব না ভ্রষ্টা ব'লে
খুন হ'য়ে যাওয়া নিরীহের পিঠে
লাগিয়ে দিতে পারব না লেবেল -----
ডাকাত, সমাজবিরোধী কিম্বা সন্ত্রাসবাদীর।

আর যাই করও ----- 
পরজীবি থেকে সাংঘাতিক 
জেগে ঘুমোনো বুদ্ধিজীবি কোরোনা আমায়।
একটা স্বীকৃতি, পুরস্কার বা কনুইয়ের 
গুঁতোর অধিকার চাইনা আর
একপেশে বুদ্ধিজীবিকার ভার 
বইবার মতো বুক
নিয়ে আসিনি এবার।

যে দ্বিপদেরা অনুশোচনা বিহীন
ব্যক্তি স্বাধীনতার টুঁটি চিবোয়
রক্তচোষা ভ্যাম্পায়ার
তাদের হয়ে লিখলে হয়ত আমার লাভ
কিন্তু জনগণ যে, কবিদের বিশ্বাস করেন
সে বিশ্বাসে জ্বালাতে পারবোনা আগুন,
গনতন্ত্রের লাশ পুড়িয়ে গভীর গ্রীষ্মকে
ফাগুন বলতে পারবো না কোনওদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ