শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রাকিবুল হাসান নয়ন




পোস্ট বার দেখা হয়েছে


অচেনা সেই পথে
রাকিবুল হাসান নয়ন

জীবন তরী চলছে ভেসে
চলছে দেহের রথে,
শেষ ঠিকানা নাহি মেলে
অচেনা সেই পথে।

জীবন নদী নিরবধি
কখন জানি থামে,
কেউ জানে না শেষ অবধি
ডানে কিংবা বামে।

সময় থাকতে ভাবছে যেজন
দুনিয়ার'ই পরে,
যাইতে হবে জগত ছেড়ে
পরপারের তরে।

বিবেক বানে সময় পানে
কর্ম গুণের সনে,
এই দুনিয়া ছেড়ে যায় সে
হাসি খুশি মনে।

কেউ জানে না কখন কেহ
মুদবে নয়ন শেষে,
ঠিকানা হীন পথের পানে
অচেনা সেই দেশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ