শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রোহিনী নন্দন কদমা




পোস্ট বার দেখা হয়েছে


বাস্তব বড়ই কঠিন
রোহিনী নন্দন কদমা

গ্রামে থাকি গেঁও হয়ে জ্ঞানও তেমন নাই,
পাথর ভাঙ্গি গতর খাটায় জীবন বয়ে যায়।
শাল শিমূলে ঘেরা গ্রাম রাঙ্গা মাটির পথ,
দূরের গ্রামে পাথর বেচে চলে জীবন রথ।
স্বপ্ন ভরা জীবন কুসুম মকুলেই গেছে ঝোরে,
তাই জীবন সোঁপেছি প্রাণের প্রিয় প্রকৃতির প্রেম কোলে ।
মিথ্যা কথা কইছি না তো ভাঙ্গা-চোরা ঘর,
বাস্তব বড় কঠিন কঠোর করেছে স্বার্থপর।
সময় স্রোতে যাচ্ছি ভেসে কোন সে ঠিকানায়,
মেটেনি এখন সকল পাওয়া এ- জীবন দরিয়ায়।
বোবা প্রানের তৃষ্ণা আমায় ব্যাকুল হয়ে ডাকে
হারিয়ে যাওয়া রঙ্গীন স্বপ্ন জীবন পথের বাঁকে।
ঘুমের ঘোরে তাই থাকি না উঠেছি এবার জেগে,
থামেনি সময় ফল্গুধারা চলছে আপন বেগে।
সূর্য ওঠে আপন নিয়মে চারিদিক করে আলো,
ডুবিলে সূর্য ধরনীর বুকে নেমে আসে ঘোর কালো।
কালের অতলে তলানোর আগে চোখ মেলে চেয়ে দেখি,
সাগর মরু পাহাড় তরু এ সুন্দর পৃথিবী।
নিয়মের জালে বাঁধা যে সব নিয়তি দেখায় দিশা,
সত্যের পথ কঠিন কঠোর মিথ্যা যে অমানিশা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ