দর্পণ || ইপত্রিকা || ১২ তম সংখ্যা || ঈশ্বর - ঐশ্বর্য্য কৃষ্ণ




পোস্ট বার দেখা হয়েছে

ঈশ্বর

ঐশ্বর্য্য কৃষ্ণ


বিদায়ী বাতাস মুছে দেয় সব কিছু।

আমরা ছুটি সব মন খারাপের পিছু।

স্পর্শ ঘাম লেগে আছে ঘাসে ঘাসে।

পা চলে ঈশ্বরের আজও সবুজ ঘাসে।


পা তার জাদু জানে, মন তার খেলা।

ফুটবল বিশ্ব চেনে, সে তো মারাদোনা।

কেরামতি দেখায় সে ঝাঁকড়া চুলের ছেলে।

ফুটবল ফেলে কোথায় সে যেতে পারে চলে!


বিজয়ী শিল্পী আজও হৃদয়ের রাজা সে।

ঈশ্বর থাকলে কাছে শোক এত কীসে !

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ