দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || মায়ের মুখের ভাষা - মো. হাকিম উদ্দিন




পোস্ট বার দেখা হয়েছে

 

মায়ের মুখের ভাষা 

মো. হাকিম উদ্দিন 


একুশ আমার স্বপ্নে পাওয়া 

মুক্ত বাতাস 

সাত রাজার ধন

একুশ আমার রক্তে কেনা 

মুখের ভাষা 

বুকের মানিক হিরণ। 


একুশ আমার মুক্ত মনের

সুপ্ত আশা

জুড়ায় মন প্রাণ

একুশ আমার নিত্য সাথী

মুখের হাসি

আমজনতার গান। 


একুশ আমার বুকের গর্ব 

মনের উচ্ছ্বাস 

সুখের পরম পাওয়া 

একুশ আমার ফিরে আসা

সুরের ছন্দ

নিত্য মনের চাওয়া। 


একুশ আমার সুখের পরশ

রৌদ্র ছায়া 

জাগায় মনে ভক্তি

একুশ আমায় জীবন চলার

শিক্ষা দীক্ষা 

জোগায় মনের শক্তি।



একুশ আমার পথের দিশা

ভোরের আলো

প্রতিবাদের ভাষা 

একুশ আমার আশার বাণী 

মুক্ত প্রাণ

মায়ের মুখের ভাষা।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ