দর্পণ || ১৪ তম সংখ্যা || ভাষা সংখ্যা || আমাদের প্রিয় বাংলা ভাষা- পারমিতা রাহা হালদার (বিজয়া)




পোস্ট বার দেখা হয়েছে

 

আমাদের প্রিয় বাংলা ভাষা

পারমিতা রাহা হালদার (বিজয়া)


স্মৃতির পাতায় এঁকে চলা ভাষার নানান ছবি, 

গর্ব করে কলম তোলে বাংলার শত শত কবি । 


বাংলা হরফে খচিত শিক্ষার  অমূল্য সম্ভার,

ঋণ মেটাতেই রক্তে ভাসে যারা প্রাণভোমরা ভাষার।


মিষ্টি আমার মায়ের ডাকে জুটেছে সংগ্রাম বলিদান ,

রক্ত আঁচড়ে লেখা আছে বাঙালীর বহু স্লোগান।


চর্যাগীতিকা ভোরের সুর প্রবাহিত রামধনু ,

আলপথ ছুঁয়ে স্বপ্নভূমি রাখালিয়া সুরের বেণু।


চাবুকের থাবায় সূর্যের টুকরো ফিনকি রক্তশ্বাস,

ধূসর মাটিতে জয়গাঁথা আঁকা উলোট পালোট নিঃশ্বাস।


বাংলা ভাষা মায়ের সমান বাঙালির অহংকার,

একই ছন্দে ভাসেনা সুর আদর ভরসা সবাকার। 


বাংলা ভাষা মুখের বুলি কতো গল্প উপন্যাস,

শতাব্দী পেরিয়েও ভোলেনি বাঙালি চিরতর অভ্যাস।


মাতৃভাষা যে মাতৃদুগ্ধ সম বোঝে কি বাংলার জনগণ?! 

দুঃখিনি মা কাঁদছে একা পরিবর্তনেই সুদিনের সন্ধান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ