দর্পণ || পিনপোস্ট কলম || হিরণ্ময় দত্ত




পোস্ট বার দেখা হয়েছে

আকর্ষণ

হিরণ্ময় দত্ত


বসন্তে প্রকৃতি যখন উদ্ভিন্নযৌবনা

বাড়ে তার অনন্য আকর্ষণ।

শাখে শাখে নব কিশলয় উন্মোচিত

কুসুমকলি তে ভরে কানন।


বসন্তে প্রকৃতির রঙে বিমোহিত মন

পলাশ শিমুলে ঝরে আগুন।

প্রেমিকের উদ্বেলিত মনে রঙের ছোঁয়া

যখন ডাক দিয়ে যায় ফাগুন।


দখিনা বাতাসে প্রেমিক উদাসীন

বিরহে আকর্ষণ বাড়ে।

ফুল যেমন রঙিন পাপড়ি মেলে

ভোমরার নজর কাড়ে।


যৌবনে বিপরীত লিঙ্গের আকর্ষণে

চঞ্চল মনে রঙের খেলা।

প্রেমের টানে উদাসী মন ভেবে মরে

কেটে যায় সারা বেলা।


নব দম্পতির মধুচন্দ্রিমা যাপন

প্রেমের আকর্ষণে মগ্ন।

মাঝ বয়সে আকর্ষণে ভাটির টান

শরীর যখন জীর্ণ ভগ্ন।


শারীরিক টান কমে যায় যখন

ধর্ম-কর্মর আকর্ষণ তখন।

শেষ বয়সে আধ্যাত্মিক ভাবনা চিন্তা

করে ঈশ্বর ভজন পূজন।


রঙিন মোড়কে পণ্যের চাকচিক্য 

করে খরিদ্দার আকর্ষণ।

আকর্ষণ বাড়িয়ে মানুষের নজর কাড়ে

মিডিয়ার প্রচার বিজ্ঞাপন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ