দর্পণ || ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় || সুমিতা দাস




পোস্ট বার দেখা হয়েছে

ঋতুরাজ বসন্তের ছোঁয়ায়

 সুমিতা দাস


কুয়াশার চাদর সড়িয়ে যখন মেঘের ধূসরতা 

ডানা মেলে বলে , বসন্ত এসে গেছে।

আমার মনের জাগ্রত দ্বার প্রেমের আলাপনে 

ভরে ওঠে,

ব্যাকুল এ হৃদয়ে, বসন্তকে ছুঁয়ে দেখার চিরন্তন নিয়মকে আঁকড়ে ধরি,

প্রতিক্ষার ফাগুন রঙের স্পর্শে  

রঙিন হতে চাই বার বার, 

দেখতে চাই আকাশের রঙবদল ।

ফাগুনের রঙিন হাওয়ায়,এ যেন মায়াবী বসন্ত!


তাই তো,

বসন্ত সাজে ওঠে ফুলের রঙে, সবুজের বনে, 

নারীর অপরূপ সৌন্দর্যে ।

একটা মিঠে রোদ্দুর ছুঁয়ে কোকিল শুনায় ভালোবাসার গান।

পাহাড়ের গায়ে গায়ে আগুন রঙের আঁচল ছড়িয়ে  শিমুল পলাশের উষ্ণ আবেশ যখন বসন্তের প্রহর গোনে,

 দৃষ্টির ছোঁয়ায় মনের কানায় কানায় সাজিয়ে তুলি প্রেমের শহর।

চঞ্চল হরিণীর মতো ছুটে চলে মন উদাস বাউল হয়ে।


বসন্ত যখন মায়াবী হয়ে ওঠে, 

কৃষ্ণচূড়ার ঠোঁট ছুঁয়ে কাব্য লেখে রূপকথারা।

মধুর এক সাবেক ছন্দ দোলা দিয়ে যায় মনে প্রাণে,

ভোমরের গুন গুন শব্দ কানে কানে বলে যায় অষ্ফুট কিছু কথা,

যার ভাষায় লেখা আছে প্রেমের সুর।


অঙ্গীকারের আগুন রঙ যখন হৃদয় ছুঁয়ে যায়,

 মহুয়ার মাতাল করা গন্ধে তুমিময় হয়ে ভিজে যাই,

আমার কবিতারা  তখন প্রেমিক হয়ে ওঠে 

ঝরে পড়া পাতার বুকে।

বসন্তকে সাক্ষী করে গোপন অনুভবে 

লিখে যাই ভালোবাসার উপাখ্যান ,

ঋতুরাজ বসন্তের ছোঁয়ায়!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ