দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || কৌশিক গাঙ্গুলি




পোস্ট বার দেখা হয়েছে

কৌশিক গাঙ্গুলি


 'গণতন্ত্র '- ১ 


রাস্তায় মুখ থুবড়ে 

পড়ে আছে গণতন্ত্রের লাশ , 

চারিদিকে ছড়িয়ে ছেটানো রক্ত 

তাতে উড়ছে স্বৈরতন্ত্রের মাছি । 

মিথ্যার ফুলঝুড়ি ফাঁটছে , 

ফাঁটছে বোম এ মহাউৎসবে । 

যার গেছে তার গেছে  - 

যার যায় তারই যায় ... 

বাকি থেকে যায় আজকের রাজনীতি , তবু শান্তিপূর্ণ , তবু হেটে যায় বাহিনী , চাপে পড়া পুলিশ , অতি চালাক মিডিয়া , 

জনগণ কোন না কোন সমর্থক ? রাস্তায় মুখ থুবড়ে পড়ে 

আছে গণতন্ত্রের লাশ ... । 

=====

'গণতন্ত্র '- ২ 


সারা দেশজুড়ে বকধার্মিক আর বজ্জাতদের রাজত্ব , দেশপ্রেমের সার্টিফিকেট দেয় রাজনৈতিক দল , 

সবাই কাজ করে , সবাই ভাল চায় মানুষের , দান আর খয়রাতি চলে , তবুও ভয় পায় তাই সন্ত্রাস চলে অলিতে গলিতে , মহল্লায় । 

এ ওকে চোর বলে , ও তাকে চোর বলে । তবু 

চোরেদের পিছনে থাকে মানুষের ঢল । ভন্ডামির শেষ দেখতে দেখতে শুধুই অন্ধকার । দূর থেকে লক্ষ্য রাখে বিষন্ন গণতন্ত্র ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ