দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || "প্রজাতন্ত্র" ~ অমল কুমার ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

"প্রজাতন্ত্র"

অমল কুমার ব্যানার্জী


প্রজাতন্ত্র যন্ত্র মন্ত্র। পলিটিক্সটা অতি স্বতন্ত্র। 

রাজা আছে নাকি?  ঢাক ঢোল বাজা।

নেতারা তো আছে। ওরা মহারাজা। 

হা পিত্যেশ জনসাধারণ। নেতা বসে খায় গোঁজা।


ভাসন শুনে হাত তালি বাজা। ওরা আমাদের রাজা।

আমাদের হাত করে ঠনঠন। নেতা শুধু করে মজা। 

প্রজাতন্ত্রে প্রজাদের হত বাঁধা। তোরা তো আস্ত গাধা। 

রাজাটা উজ্ঝ। অকাট মূর্খ আমরা দেশের প্রজা। 


প্রজাতন্ত্র প্রজা অধিকার। অভিধান ঘেঁটে খোঁজা। 

রাজা নেই। তবু রাজদরবারে হেঁট মাথা নহে সোজা। 

প্রজাতন্ত্রে নেতারা সবাই। রাজা নয়, মহারাজা। 

আগে ছিল তবু এক রাজা। বাকী তো সকলে প্রজা। 


নেতা মহাজন অতি সাধু আজ। খাবি খায় শুধু প্রজা। 

ঘোটালা কাণ্ড যত প্রকাণ্ড। নেতা মহাজন ততই ভণ্ড ।

প্রজাতন্ত্রে এটাই কাণ্ড।  প্রজাতন্ত্র যে এটা। 

নেতাদের সব তন্ত্র মন্ত্র প্রজাতন্ত্রের ঘটা।


প্রজারা সব গোল্লায় গেল। নেতাদের পেট মোটা।

তবু তো মানে না মন আমাদের। প্রজাতন্ত্র যে এটা। 

যতই উপরে উঠ না রে তোরা। প্রজা ছিলি প্রজা খোঁটা। 

হয়নি কখনও প্রজাদের জয়। তবু সকলের মুখে চোখে দেখ প্রজাতন্ত্রের ঘটা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. গণতন্ত্র সংখ্যার সব কবিতা পড়লাম।
    সব কবিতাই খুব ভাল।
    সকল কবিকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।
    আমার কবিতাটি স্থান পেয়েছে
    দেখে আনন্দিত হলাম।

    উত্তরমুছুন