দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || গণতন্ত্রী ~ দে বা শী ষ




পোস্ট বার দেখা হয়েছে

গণতন্ত্রী 

 দে বা শী ষ


ষড়যন্ত্র হয় হোক আমিও নিস্তার নিয়ে ছাড়বো,

আমি নেবো পাষাণ চিবুক আর চিতাকাঠ,

প্রলোভনের সিঁড়ি বেয়ে উঠতে হবেই, ছাদ,

ছাদের কার্নিশ আছে - বুকের আছে ভালোবাসা ,

তোদের শরীর জ্বলে, ময়নাতদন্ত হয় শিক্ষার -

গণতন্ত্রের উল্লাস হবো, হয় যদি হোক সবকিছু বরবাদ।

নিষ্ক্রিয় সব শাসন জুড়ে বুটের বুকে পায়চারি হোক,  

শানিয়ে নিশান নিশ্চয়তায় থাকবে না আর খাদ।


আমি হবে খিদের জাহাজ - আমিও ভাতের স্রোত,

কর্পোরেটের ধ্বংস সেজে জাগবে জীবন বোধ ।

সৃষ্টি ছাড়া, উলঙ্গ মন , আন্দোলনেই ঝলসে বাতি ,

অন্ধকারেও দেখতে পাচ্ছি তোমরা পাষাণ,  কোন প্রজাতি।

ছুটছে শহর, ছুটছে মেঘও , ছুটছে গ্রামীণ সব দিশা,

ভোট প্রচারে মিথ্যা ভাষণ শুনবো না আর শুনছি না।


অর্থনীতির ধ্বসের ঘরে সোনার প্রদীপ জ্বলতে দেখি,

আগুন যে তার পোড়ায় সমাজ, ঝলসে যাওয়ার আর কি বাকি ?


যে যেমন চাও মিছিল সমাবেশে - আমি গাইবো জয়গান,

নির্বাচনী ইস্তেহারই আসল ঝুটা, নেই কোন দাম।

যে যার মতো ফাটিয়ে গলা ঘাড় উঁচিয়ে দিব্যি বাঁচে ।

শেষ হাতিয়ার যুব সমাজ, এগিয়ে এলে লাগবে কাজে।


জীবন যাবেতো জানি, তবু প্রত্যক্ষদর্শী হয়ে বাঁচতে চাইনা আর,

এ লড়াই অধিকারের - আমর তোমার সবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ