দর্পণ || হরিবংশ রাই বচ্চন (ভাবানুবাদ ) সা য় ন্তি কা




পোস্ট বার দেখা হয়েছে

হরিবংশ রাই বচ্চন 

(ভাবানুবাদ )

সা য় ন্তি কা 


বিংশ শতাব্দীর গোড়ার দিকে হিন্দী সাহিত্য জগতে এক নতুন ধারার আবেগধর্মী কবিতার বিপ্লব ঘটে ! এই কাব্য সাহিত্যে বিপ্লবের অন্যতম মুখ ছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক হরিবংশ রাই বচ্চন ! তিনি ছিলেন 'কবি সম্মেলনের ' অন্যতম প্রধান সদস্য ! কবি হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অনুবাদক ! এছাড়াও তিনি কিছু আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন ! তিনি ইংরেজি ও হিন্দী ছাড়াও উর্দু ও আউধি ভাষায় পারদর্শী ছিলেন !


তাঁর ব্যক্তিগত জীবনের সুখ -দুঃখ , প্রাপ্তি -অপ্রাপ্তি , শোকসন্তাপ , দারিদ্র ইত্যাদি নানা রঙের অনুভূতিগুলো বারবার প্রতিফলিত হয়েছে তাঁর বিভিন্ন কবিতায় ! গভীর আবেগ , স্পর্শকাতর অনুভূতিকে কৃত্রিম অলংকারবর্জিত সহজবোধ্য , তার সাবলীল ভাষায় নিজের ভাবনাকে প্রকাশ করার দক্ষতার জন্য তাঁর জনপ্রিয়তা আজও অটুট ! তাঁর লেখা হিন্দী সাহিত্যের প্রচলিত  রোম্যান্টিসিজমকে (CHHAYAVAD) উপেক্ষা করে এক নতুন ধারার জন্ম দেয় !


।।অনুবাদ ।।


"জীবনের এতগুলো দিন গেলো ,

যে , দুঃখ পাওয়ার সময়ই পেলাম না !"


" dard ke barisho mein hum akele hi the,

jab barse khushiya , na jane kaha se vir aa gaye.."


চিৎকার করছে ওরা ۔۔

দুঃখ দাও , সুখ দাও !


কবিতার বারান্দায় বৃষ্টি হবে !

কে জানতো ?


ছেলেটা মেয়েটা তো একসাথে ঘর বাঁধতে চেয়েছিলো,۔

অথচ ওরা দুজনেই কবি!


তাই ভালোবাসা ?

সাধনা করো হে প্রিয় !


ভিড় বাসের জানলার সিটে তো আমিই বসবো !

বাকিটা তোমার বৌয়ের টিফিন বক্সে তোলা শুধু কয়েকটা মিছরি দানা !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ