দর্পণ || কবিতা ও গানে || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

একদিন ঘুম ভেঙে 


একদিন ঘুম ভেঙে দেখবাে 

খাঁচা থেকে উড়ে গেছে সব পাখি 

সীমান্তে সীমান্তে চলছে রাখীবন্ধন 

স্বয়ংক্রিয় রাইফেল সরিয়ে উর্দিধারী সৈনিকেরা

মানুষকে শেখাচ্ছে ভালােবাসার গান

 কৃষ্ণচূড়া বিছানাে পথে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে স্বপ্ন 

হাজার শিশুর মুখে খুশির অপার্থিব আলাে.. 


একদিন ঘুম ভেঙে দেখবাে 

প্রতিটি মানুষের মধ্যে সূর্যের দীপ্তি চাঁদের স্নিগ্ধতা

প্রত্যয়ী মানুষ নিজেকে ছাড়িয়ে নিজেই পাড়ি দিয়েছে অসীমে...

একদিন ঘুম ভেঙে দেখবাে ।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ