রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

শান্তির জন্য

অযান্ত্রিক 


শান্তির জন্য আমরা কি কি করতে পারি ?

ধরুন , হেঁটে যেতে পারি দল বেঁধে কয়েক কদম,

সামনে ধরে ফেস্টুন, শির ফোলানো স্লোগানে।

মাতিয়ে দিতে পারি  আকাশ বাতাস, 

শাসকের ,আইনের মুণ্ডুপাতে করতে পারি পরিবেশ গরম।

অথচ, শান্তি ?

সেকি এইভাবে আসে?


শান্তির জন্য আমরা কবিতা লিখতে পারি,

গদ্যয় ওড়াতে পারি শঙ্খ নিশান। সাদা বেল ফুল।

কয়েকজন পড়বেন মঞ্চে উঠে , 

কেউ ছন্দে,কেউ বানানে,নাক সিটকাবেন,

চুমুক দেবেন চায়ের কাপে।

গলায় নিয়ে উত্তরীয় ,তুলবেন নিজস্বী।

অথচ , শান্তি ?  সেকি এইভাবে আসে ?

কে জানে? হয়তো  , আসে ,আসে

ঘর বন্দী মানুষ পুড়লে আসে  আসে ,চাকরী,

মানুষ পোড়া কালো ধোঁয়া আসে , আসে ক্ষতিপূরণ,

কিন্তু মৃত্যর উল্টো দিকে থাকে যে শান্তি ,

সে আমার দেশ হোক বা  ইউক্রেন ,

আমতা হোক , বা  বাগটুই,

সব জায়গায় এক, লোভের মূর্তির সামনে শান্তি বরাবরই,

বড় দুর্বল, 

তার সামনে এই মিছিল মোমবাতি, কিংবা কবিতা

বড্ড ছোটো পরে যায়।

অথচ, শান্তি ?

শান্তির জন্য আমরা কি কি না করি

 হেঁটে যাই দল বেঁধে কয়েক কদম,

সামনে ধরে ফেস্টুন, শির ফোলানো স্লোগানে।

মাতিয়ে দিতে পারি  আকাশ বাতাস, 

সোনা মাসিও জানতো না, তাই অশান্তি এড়াতে,

গলায় দড়ি দিয়েছিলো।শান্তি তো পেয়েছিলো।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ