রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

শব্দ শুনতে পাচ্ছি

দেবাশীষ ভট্টাচার্য্য 


শব্দ শুনতে পাচ্ছি!  চিৎকার? হল্লা?  আঘাতের?  

নাকি অন্যরকম কিছু? নাকি তুমি বাইরে গিয়েছিলে তাই -

চুরি হচ্ছে রাতের রোশনাই ,

তুমি গিয়েছিলে পৃথিবীতে আরেকটা শোকের ছায়া নামে,

আগুনে রাজনীতি পোড়ে - গণতন্ত্র শ্মশানে শ্মশানে।

কালের কণ্ঠ যদি শুনেছো, দেখেছো সশস্ত্র আশ্রয়,

আকাশেরও ভোট মিটে গ্যাছে -

মেঘে ঢেকে;

রাতের অন্ধকারও জ্যোৎস্নার ভিক্ষা শিখেছে ।


খালি হয়ে আসে প্রকৃতির যা যতটুকু ছিলো,

সমাজে সমাজে বিলি হয় প্রহসন,

কেউ জানেনা ওদের কী দোষ ছিলো!


খোরপোশ ছ্যাঁকা খায়,  শিক্ষা দলতন্ত্র হয়রান,

মানুষের মূল্য দেবে কে? মানুষই তো আসলে শয়তান।


বাজার সূচক চেনে -ঢেউ চেনে সমুদ্র,  উৎসব,

তোমাদের বিচার করবে কে?  

আমরা কেউ আর বেঁচে নেই, গলা ধাক্কা খেয়েছে শৈশব।


শুনতে পারছি, বুঝতে বুঝতে সবকিছু জলে,

লোভের পৃথিবী তুমি - মানুষের মানুষই খাদ্য আসলে ।


এখনও সময় আছে, শিখে নাও জীবনের গান।

নয়তো, 

আগামী থু থু দেবে, ইতিহাস করবে অসম্মান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ