রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

ক্রমাগত

শঙ্খ ঘোষ


এইভাবে হতে থাকে ক্রমাগত  

কেউ মারে কেউ মার খায়  

ভিতরে সবাই খুব স্বাভাবিক কথা বলে  

জ্ঞানদান করে  

  

এইদিকে ঐ দিকে তিন চার পাঁচ দিকে  

টেনে নেয় গোপন আখড়ায়  

কিছু-বা গলির কোণে অ্যাসফল্ট রাজপথে  

সোনার ছেলেরা ছারখার  

  

অল্প দু-চারজন বাকি থাকে যারা  

তেল দেয় নিজের চরকায়  

মাঝে মাঝে খড়খড়ি তুলে দেখে নেয়  

বিপ্লব এসেছে কতদূর  

  

এইভাবে, ক্রমাগত  

এইভাবে, এইভাবে  

ক্রমাগত  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ