রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

অসুস্থতার বিনাশ ঘটুক

ইলা সূত্রধর


পুড়ছে স্বজন ভাতৃপ্রতিম

বিবাদ কারোর মানুষ পেটায়

দাঙ্গা বাঁধায় কোন মহাজন

হিংসা ক্রোধের বিকার মেটায়

#

অভাব এবং এই অভিযোগ

হাজার কথার জমছে লড়াই 

আমরা এখন পশুর মতন

মানুষ নামের করছি বড়াই


কেউ হয়ে যাই উদার মহৎ

তকমা লাগাই সমাজসেবীর

বন্ধুরা আজ মারছে তোমায়

দগ্ধ শরীর ঘরের দেবীর


রামপুরহাট বগটুই গ্রাম

আমরা সবাই সভ‍্য সমাজ

অসুস্থতার বিনাশ ঘটুক

পূজার মন্ত্রে মিশুক নমাজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ