রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

ফাঁদের ফন্দি

বিধানেন্দু পুরকাইত


ফন্দিবাজির নজির গ'ড়ে

বন্দি কিছু লাশ

মিথ্যে কথার বেসাতিতে

দেশের সর্বনাশ। 


লাশ চাই গো লাশ চাই

লাশ একটা হবে? 

লাশ পেলে ষোলো কলা

রাজনীতি বৈভবে। 


খুদকুড়োতে যা আছে আজ

চলুক একটা বেলা

পেটের আগুন দিনের শেষে

পান্তা ডালের বড়া। 


কোন দিকে যাই কোন দিকে যাই

ফাঁদ পাতা গ্রামময়

ফাঁদে যদি না দাও ধরা

মরণ নিশ্চয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ