দর্পণ || একগুচ্ছ কবিতা ~ সুব্রত মিত্র




পোস্ট বার দেখা হয়েছে

কসাইখানা


আমি নির্লজ্জ ধুমকেতু

আমার হাতে কলম আছে যেহেতু

ভয়ে নেতাগণ হয় কুতুকুতু;

আমি তো শুকনো পাগল

ঐ তো সেই মরা ভাম

গোপনে আমার মনের খামে লিখে রেখেছি তোমার নাম। 


তুমি শিক্ষিত হয়েও একখানা আস্ত বলদ

তোমার কথায়

তোমার মাথায়

তোমার শরীরে

সবখানেই দেখছি গলদ,

তুমি পুজো করো মানুষ মেরে

তুমি আগুন জ্বালিয়ে যাও দূরে সরে

আমার কথা বাদ দাও

তোমার কথা বলে যাও,

সবাই তোমায় স্যার স্যার বলে

তুমি মানুষের সেই সৌজন্যতার সুযোগ নিচ্ছ ছলে বলে,

তুমি পয়সা তোলো জনসেবায়

তুমি পয়সা তোলো রাজনীতিতে

তুমি পয়সা তুলো ধর্ম সভায়

তুমি পয়সা তোলো হাসিমুখে বক্তৃতায়

তুমি একটা মস্ত বড় চশম খোর

তোমার মুখ দেখে যেন না হয় শুরু আমার ভোর। 


আরে আমায় কেন ভয় পাও?

আমার কথা বাদ দাও

আমি এক নির্লজ্জ ধূমকেতু

কেন ভয় পাচ্ছো? হাতে কলম আছে যেহেতু?

না; না; না; তোমার মত রাম ছাগলের পেছনে

একটি অক্ষরও আমি খরচ করব না।

তোমার জীবন ছোটে বহুল্যতায়

তোমার সুখের জীবনের কারণে অনেক মানুষ আজ দুর্দশায়

কাতারে কাতারে যত লোক এসেছিল তোমার দ্বারে

তারা নিঃস্ব,তারা অসহায়,

তোমার পাল্লায় পড়ে তারা দাঁড়িয়ে আছে কসাইখানায়।

====

 আমাকে দেখে


আমাকে দেখে--

কোনদিন কারোর দয়া-মায়া হয়নি

আমাকে দেখে--

কোনদিন কারুর করুণা হয়নি

আমাকে দেখে--

কোনদিন কারুর সহমর্মিতা জাগেনি

আমাকে দেখে--

কোনদিন কারোর ভ্রাতৃত্ববোধ জাগেনি

আমাকে দেখে--

কোনদিন কারোর ক্ষমতার দম্ভ ভেঙে মমতা আসেনি

আমাকে দেখে--

কোনদিন কোন হোমরা চমরারা একটুও মাথা ঘামায় নি

আমার জীবন সম্পর্কে কেউ কোনদিন বিন্দুমাত্র ভাবেনি

আমার চিন্তা চেতনার ক্ষেত্রফলে দাঁড়িয়ে কেউ কোনদিন আমাকে মাপেনি

আমাকে দেখে--

কেউ কোনদিন একটুও নিজেকে শোধরাতে পারেনি

আমাকে দেখে--

হেসেছে অনেকেই; কেউ কখনো কাঁদে নি।

====

 মানুষের অপমান


কবিকে যারা পথের কাঁটা মনে করে

তারা নিজেরাই রাস্তা জুড়ে কাঁটা পুঁতে রেখেছে

সেই কাটা সরাতে গিয়ে কবি আজ পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে

সত্য কথা সত্য করে বলা

সোজা ভাষা সোজাভাবে লেখা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। 


শব্দে শব্দে ভুল

বাক্যে বাক্যে ভুল

ভুলে ভরে আছে পাতার পর পাতা

প্রতিটি গল্পে উপন্যাসে এক একটি রচনার পর রচনায়

এ ভুল শুধরে নেওয়ার মানুষ কোথায়?

এই ভুলকে ভুল বলে চিহ্নিত করার ভাবনা কোথায়? 


ভুলে ভুলে মানুষ আজ জর্জরিত;

ভুলের শিকার হয়ে মানুষ দুর্বিষহ, মানুষ অসহায় ভুল পথ জীবনকে ভুল পথেই রাঙ্গায়,

একজন কবি তা দেখে চুপ থাকতে পারে না

তাই সমাজ চেতনার লক্ষ্যে

প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার পক্ষে,

কবি লিখে চলে সময়

সময়ের পরিহাস কখনো কখনো কবিকে পাথর বানায়;

এই পাথর কবিরাই সমাজকে বদলায়। 


কবির দায় অনেক

কবি হওয়া কঠিন কাজ;

আমি সমাজের কথা লিখে অপরাধী হলাম আজ। ভুল বুঝেছে আমায় পৃথিবীর সব লোকে

সুখের চেয়েও জীবনের বেশি সময়ে চলে গেল শোকে

ঘোর কলির এই অবক্ষয়ে ক্ষমতাবানরাই যেন ভগবান

সহজ মনে ঘা মেরে নেচে ওঠে শয়তান

চেয়ে চেয়ে দেখে কবি মানুষের অপমান।

====

 পূজোর সময়


পাড়ার দাদা নিচ্ছে চাঁদা

চাঁদার পয়সায় দেখায় তারা বাহুল্যতা

মায়ের পূজো; বাবার পুজো; দাদার পূজো; দিদির পুজো;

তাতে নাইবা থাকুক আমজনতা

থাকলে হবে শুধুই নেতা

পুজো তো একটা অজুহাত

দেখবি কত নোট কমাবো?

মন মাতাবো ;আনন্দে করবো কত বাজিমাত 


আরো কত আলো হবে; ভালো হবে

জম জমাটী আড্ডা হবে

হবে খাওয়া দাওয়া

হবে নাচন কোদন

লোকের পয়সাতেই করবো সকল বিনোদন

কেন? কেন?

লোকের পয়সায় কেন?

ধুর বোকা। কিছুই বুঝিস নে যেন!

নেব, খাবো,রাখবো, সরকারের টাকা

ওগুলোতেই তো ভরবে আমাদের পকেট ঘুরবে তরতরিয়ে ভাগ্যের চাকা

রাখ ওসব চিন্তা সব

হবে মহোৎসব, হবে বনভোজন

পুজো মানেই ভোগ, পূজো মানেই মনোরঞ্জন।

====

 অবলুপ্ত মানবতা


যারা ধারা বর্ষ দিয়ে যায় ক্রমাগত

তাদের জীবনধারা প্রশ্নের মুখে

যারা বক্তব্য দিয়ে যায় আমাদের সুখে ও দুখে

তাদের কর্তব্যের গাফিলতি দেখা যায় সর্বত্র চোখে ও মুখে।

যারা পাড়াপড়শির সাংসারিক বিবাদ মেটাতে আসে

তারা নিজেরাই কত মানুষের সংসারে আগুন লাগিয়ে বসে আছে

যারা জনসমক্ষে চরিত্র গঠনের ডাক দেয়

সেইসব মানুষদের নিজেদেরই চরিত্রের ঠিক নেই

এই সমাজে যারা মানবতাবাদী বলে আজ পরিচিত

যাদের মুখে কেবল মহানুভবতা আর রাজনীতির নৈতিক বাণী শোনা যায়

তারা সকলেই পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে

আজকের সময়ে দাঁড়িয়ে যারা আদর্শের কথা বলে

তাদের আদর্শ কেবল অর্থ উপার্জন আর স্বার্থের আয়োজন।

আজকের দিনে দাঁড়িয়ে যারা রবীন্দ্রনাথের কথা বলে

তারা রবীন্দ্রনাথ পড়েনি

আজকের দিনে দাঁড়িয়ে যারা নজরুলের কথা বলে প্রশংসা কুড়ায়

তারা গভীরভাবে জানলে এই সময় দাঁড়িয়েও নজরুলকে মানতে পারবে না

যে সকল ছদ্মবেশ মহামানবেরা আজ স্বামী বিবেকানন্দের বাণী আওড়ায়

তারা আজও বিবেকানন্দের দেখানো পথে চলতে পারছে না

যারা আজ মানুষ গড়ার কথা বলছে

তারা কেউই মানুষ গড়ার কারিগর নয়

তারা সাধু সন্ন্যাসীদের আজ ভিখারি বলে চিহ্নিত করছে

সব তারা গুলো খসে পড়ছে

ধীরে ধীরে অবলুপ্তির পথে মানবতা ঝরে ঝরে পড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ