দর্পণ || সাধারণ তন্ত্র দিবস || পর্ব -২




পোস্ট বার দেখা হয়েছে

গণতন্ত্রের ভোর

স্বাতী রায় চৌধুরী


ভোর হয়েছে; স্বপ্নের ভোর; ভোর স্বাধীনতার,ভোর গণতন্ত্রের;

ওই সূর্যটার দিকে চেয়ে দেখ

আরও বেশি রক্তিম হয়েছে আজ;

ওর গায়ে হাজারো মানুষের সংগ্রামের রক্তমাখা সাজ;

থেকো না আর লুকিয়ে ঘরের কোণে, খুলে দাও দ্বার;

এ দেশ এখন তোমার,এদেশ আমার;

ওই দেখো ওঁরা আসছে;ওঁরা রাজসৈন্য নয় যারা বুটের তলায় থেঁতলে দিয়েছিল তোমার আমার স্বপ্ন,আমাদের ভালোবাসা,

মিথ্যে করে দিয়েছিল বেঁচে থাকার আশা;

ওঁরা তোমার ভাই,ওঁরা আমার ভাই,

আমাদের স্বাধীনতার স্বপ্নকে বুকের রক্তে সিঞ্চন করেছে ওঁরাই;

ওঁরা খতম করেছে রাজার স্বৈরাচার;

রাজতন্ত্রের কালিমা করেছে মোচন; এদেশ এখন হিন্দু,মুসলিম,বামুন,চামার সবার

এদেশ তোমার; এদেশ আমার;

ওঠো, জাগো দেশবাসী; রক্তটীকা পরাও ওঁদের;

বিজয়মাল্য দাও ওঁদের গলায়;

সকলে সমস্বরে বলো;

‘আমাদের গণতন্ত্র দীর্ঘজীবী হোক”।

**********************

হায় ! আমার প্রজাতন্ত্র

হামিদুল ইসলাম

                                 


হায় ! প্রজাতন্ত্র

কোথায় তুমি  ?

কতদূর ?

তোমাকে আজও খুঁজি। খুঁজি এক বুক প্রত্যাশায়    ।।



আজও ফুটপাতে ভুখা পেট

আজও দেশ জুড়ে নিরন্ন মানুষের মিছিল

রাতের আঁধারে দিন গোণে

হাজার হাজার ভুখাপেটা অনাথ শিশু

শৈশব তাদের আজও চুরি হয়ে যায়    ।।



আজও রক্তাক্ত জীবন

আজও ধর্ষিতা মা বোন

নারীর সম্মান আজও লুন্ঠিত পথে পথে

বিবর্ণ রোদে পোড়ে বিকলাঙ্গ যৌবন

আমরা আজও দর্শক

আমরা কেবলই স্রোতা     ।।



আজও কোটি কোটি বেকার

কাজ নেই হাতে

বৃদ্ধ বাবা মা আজও থাকে বৃদ্ধাশ্রমে     ।।



আগুন পোড়া বাজার

বড়োলোক ছোটলোকে দূরত্ব বিস্তর

জাত পাতের লড়াই আজও সারা দেশে জুড়ে

খুন জখম রাহাজানি

আজও নিরন্তর আমাদের ঘরে ঘরে     ।।



আমরা তবু বেঁচে আছি

কিন্তু কোথায় তুমি প্রজাতন্ত্র

তুমি কি জীবিত না মরে গেছো অবহেলে     ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ