অমর একুশে ~ গৌরী মৃণাল




পোস্ট বার দেখা হয়েছে

অমর একুশে

গৌরী মৃণাল


ঘুম থইথই চাঁদঝরানো জলে 

রাত্রি ছিল হাসনুহানা মাখা,

আমরা তখন নক্শীকাঁথার ওমে

ফোঁড় তুলেছি-রূপকথাটি আঁকা।

পদাবলীর ঘ্রাণ ছিল সেই ঠোঁটে

আঁচল ছেয়ে বাউল সারিগান - 

হটাৎ কুটিল তীক্ষ্ণ হল বাতাস 

আগুনখেকো বিষম এল তুফান।


বেয়নেটের হিংস্র হিমেল চোখ 

কণ্ঠরোধী নখর সমুদ্যত -

নামল ওরা দৃপ্ত প্রতিরোধে

মুঠোয় আগুন,-মরণজয়ের ব্রত। 


"ওই শোনা যায় ভাঙছে নদীর পাড়,

হেঁইয়ো মারো!- আমরা অভিযাত্রী,

জ্বালিয়ে পাঁজর সহস্র দধীচির

পেরিয়ে এলাম দুরন্ত কালরাত্রি"।


'অমর একুশ' অঞ্জলি দেয় আজও 

পলাশ-ফাগে দৃপ্ত বাসন্তিকা -

আখর জুড়ে বাংলাভাষা মায়ের 

দিগন্তহীন বৈজয়ন্তী টীকা।


আমার একুশ বৈজয়ন্তী টীকা! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ