মা মাতৃভাষা দেশ বিদেশ ~ রমা সিমলাই




পোস্ট বার দেখা হয়েছে

মা মাতৃভাষা দেশ বিদেশ 

রমা সিমলাই


বাবা চেয়েছিল ফিরে যেতে তার দেশে

মা বলেছিল দেশ মানে, মনে নেই

আমি আজন্ম কলকাতা ছেনে বাঁচি

বাংলা বাঙালি রক্তে ও মজ্জায়...!


পিসি বলেছিল ছোটবেলা মানে দেশ

নৌকা বেয়ে স্কুলের উঠোনে ঢোকা

আমি ছোটবেলা স্কুলের গাড়িতে একা

বন্ধুবিহীন, শরীরে পড়েনি টোকা...!


শরীর মানে মনের শরীরও বুঝি

বয়স যখন পঞ্চাশ পেরিয়েছে

বাবা চলে গেলে দেশের ঠিকানা খুঁজি

কবিতাজন্মে ডাক পাঠিয়েছে সে


সে দেশ আমার, সে দেশ বাবার

কাঁটাতার ছিঁড়েফুরে

যেই না ঢুকেছি ঘরে - 

 অমনি অবাক! মাতৃভাষাটি

আঁচলে বেঁধেছে বাৎসল্যের স্বরে

কোথাও কোনো চৌকাঠ নেই নিয়মের ঘেরাটোপে

মাতৃভাষাই মা হতে জানে, জানে বুকে টেনে নিতে

সেদিন বুঝেছি... 


মৃণ্ময়ী মা চিণ্ময়ী মা,  মাতৃভাষাও মা

নবান্ন মুখ ভিখারী হয়েছি, কোলে তুলে নাও না!


অন্ধকারে মুখ ঢেকে গ্যাছে, প্রদীপ জ্বালিয়ে এসো

শাস্বতী মা, ক্ষমা নিয়ে এসো, ক্ষমা করে ভালোবেসো


মাতৃভাষার আলোটুকু থাক ভিতরবাড়ীর রোদে

সম্পদ হয়ে, পরমপূজ্য গহন গহীন বোধে... ‼️

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ