প্রত্যয়ী একুশ ~ মৌমিতা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

প্রত্যয়ী একুশ

মৌমিতা চ্যাটার্জী


সেদিন‌ও ছিল স্নিগ্ধ এক সকাল।

সূর্য, তার অবস্থানে ছিল অটল।

পরিচ্ছন্ন ঝকঝকে দিনে,

নাড়ীর টানে,

ওঁরা ক'জন এগিয়েছিল কিছুটা পথ।

ওঁরা, রফিক, সালাম, বরকত।

ওঁদের বুকে জমানো ছিল মায়ের প্রতি, নিখাদ শ্রদ্ধা, 


পায়ে, পায়ে কিছুটা এগোল।

তারপর?

হঠাৎ কয়েকটা বুলেট অতর্কিতে বুক করল এফোঁড়, ওফোঁড়।

থেমে গেল পদক্ষেপ।

সন্তানের রক্তাক্ত ভালোবাসায় ভিজল মায়ের কোল।


প্রতিষ্ঠা পেল অহমিকা। 

কিন্তু সাময়িক।

দম্ভকে হারিয়েছিল নিষ্ঠা ও প্রত্যয়।

তাজা রক্তের বিনিময়ে হল সত্যের জয়।


মায়ের ভাষা, মায়ের‌ই অঙ্গ।

ওঁরা জেনেছিল। 

অনুভব করেছিল শিরায় শিরায়।

তাই, সাদরে বরণ করেছিল মৃত্যুর পরোয়ানা।

আজ অমর একুশের জয়ধ্বনি ভাসে,

আকাশে, বাতাসে।

এ ধ্বনি নয় শুধু বাঙালীর,

মাতৃভূমির প্রতি প্রণত আপামর উদার জগৎবাসীর।

এ জয় মানবতার, ঐক্যের।

তাই, হাজার যুগ পরেও, বাংলা ভাষার টানে,

বরকতরা আবার ফিরবে মায়ের আঁচলে,

কোন এক সূর্যস্নাত একুশের সকালে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ