বিপর্যয় ~ অভিজিৎ দত্ত




পোস্ট বার দেখা হয়েছে

বিপর্যয়

অভিজিৎ দত্ত 


চোখের সামনে দেখছি 

কত অন্যায়, অবিচার 

তেমন করে কোনও 

প্রতিবাদ দেখি না আর। 

শিক্ষিত বিবেক মনে হয় 

ধীরে,ধীরে হারিয়ে যাচ্ছে এবার। 


যে শিক্ষা ছিল 

ন্যায় ও প্রতিবাদের স্তম্ভ 

ধীরে,ধীরে হচ্ছে তা ভূলুণ্ঠিত 

প্রকৃত শিক্ষার অভাব আজ সর্বত্র 

তাই সব জায়গাই শুরু হয়েছে 

লুটেরা আর দূর্নীতিবাজদের রাজত্ব। 

আজ গুরুজনরা পাই না

তাদের প্রাপ্য সম্মান 

পিতা-মাতার হচ্ছে অসম্মান 

সমাজে বাড়ছে অনাচার আর ধর্ষণ 

এদিকে বাড়ছে পরিবেশের বিপর্যয়

তবুও মানুষ হচ্ছে না সচেতন 

এমনিভাবে চললে মানবসমাজের 

অস্তিত্ব থাকবে কতক্ষণ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ