দর্পণ || ছন্দে বসন্ত উৎসব || পর্ব -৪




পোস্ট বার দেখা হয়েছে

দোল এসেছে 

মহুয়া হাজরা


আয় ছেলেরা আয় মেয়েরা 

কচি-কাঁচার দল,

আজকে হোলি সবাই মিলি

রঙ খেলিতে চল।


ফুটছে পলাশ লাগছে আগুন

প্রাণের মাঝে আজ, 

রঙের খেলা চলছে মনে 

আয় না ফেলে কাজ।


দোল এসেছে দোল এসেছে 

মনের দুয়ার খোল, 

রঙ বেরঙের আবির সাজে

পাল্টে নে রে ভোল। 


আয়রে খোকা আয়রে খুকু 

ছোট্ট সোনার দল, 

সবাই মিলে খেলব হোলি 

রঙ মাখাব চল।


ফাগের রঙে উঠবে রেঙে 

সবুজ গাছের তল, 

সেই রঙেতে রাঙবি তোরা 

ভুলবি সকল ছল।।

**************

আবার বসন্ত 

 সায়নী ব্যানার্জী 


রোজনামচার চির চেনা কিছু রং,

 ভিড় বাস থেকে অলি-গলি ছুটে যায়-

নিজেকে খোঁজে যারা ফিরতি ট্রামের ডাকে,

সাড়া দিতে গেলে আঁধারে হোঁচট খায় l 


পুরাতন ঋণ বাড়ে,ঝরা পাতা 

ঘর খোঁজে - বসন্ত আসছে বলে,

 হিসাবের কর গুনে বাড়ি ফেরে কেউ

স্রোতহীন সাদামাটা দিনের বদলে l 


আবির ছুঁয়ে দিলে পাশ থেকে হাত,

বাউলের একতারা সুর বাঁধে হেসে-

পলাশের গাছ গুলো চোখ তুলে দেখে,

আঁধার মিলিয়ে যায় রং ভালোবেসে l 


অলি-গলি খুলে দেয় আগল যা আছে,

গালের সাথে রং মনও ধুয়ে দিক-

রোজের জীবন-  হিসেবের খাতা,পেন,

নাই বা চলতে শিখুক নিয়মমাফিক l 


দিনযাপনের চির চেনা সেই মুখ,

ফেরার পথে আবির আনলে ঘরে-

পলাশের নেশা উঠোন যায় ছুঁয়ে,

দেখি, রোজনামচায় বসন্ত ঝরে পরে ll

****************

বসন্ত এলো ঐ

তারক নাথ সাহা


ফাগুয়া আবীর মাখা বসন্ত এলো ঐ ,

ফাগুনের বাতায়নে অনাবিল হৈ চৈ ।


শিমুল পলাশ সারি রোদ্দুরে লালে লাল ,

হিমেল পবনে মাতি নন্দিত এ সকাল ।


ধামসা মাদল তালে কম্পিত কলতান ,

মহুয়া পাইন বনে স্পন্দিত সেই গান ।


বটের ঝুরির শাখে দুলন্ত দেহ মন ,

রঙের পরশে আজি রঞ্জিত এ ভুবন ।


চৈতী রাতের চাঁদ জোছনাতে ভরপুর ,

বেহাগে বাজিছে বাঁশি প্রেমরাগে গাঁথা সুর ।


প্রণয় অনল জ্বেলে বসন্ত এলো ঐ ,

চঞ্চল মন পাখি নাচে তা-তা থৈ থৈ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ