দর্পণ || কবিতা গুচ্ছ || দেবদাস রজক




পোস্ট বার দেখা হয়েছে

 

ক্ষতচিহ্ন


এই দিনটি আগে একবার ঘটে গিয়েছিল 


ঠিক এমনই একটি দিনে চলে যাওয়ার শব্দ শুনেছিলাম

চলে যাওয়া মানে বাসনভাঙার ক্ষত, কাকেদের খামখেয়ালী 

ঢুকে যাওয়া গর্ভের ভিতর জন্মাবধি...


এমন-ই একটি দিনে

নিজের মুখের কারুকার্য দেখছি জলের ভিতর 

কী অসম্ভব ভাঙনমুহূর্ত! 


পিছনে আমার বন্ধ্যাভূমির কঙ্কাল, প্রতিসারক ক্ষতচিহ্ন


********************


নক্ষত্রপতন 


নিশ্চিত হচ্ছি, বড় ক্যামেলিয়া গাছে কোনও তারা খসা দেখি নি 

আমি নিশ্চিত হচ্ছি রূপকল্প ছাড়া তারা খসে পড়ে না


তারা খসা দেখলে চোখ থেকে আলোরা কেঁদে ওঠে

বলে- ‘বালক! মিথ্যের কপাট খুলেছ কেন? চোখ বন্ধ করো!


তারা খসা অমৃতলোকের সাধনপ্রণালী 

জলের ভিতর ওদের নিভে যেতে দেখি...


তারাদের ডানা নেই বুঝি?

***********************



স্বপ্নরোগ


জল তো সময়ের প্রতিচ্ছবি

জল তো হৃদয়মন্থন তরঙ্গধারা।


এসেছ যখন ভাসানে ফিরে যেতে হবে

এমনই বৃক্ষমূলে লিখে দিয়েছিল কারা


জল ফুরিয়ে গেলেও মুছে নিচ্ছ চোখ 

জল ফুরিয়ে গেলেও মিথ্যে নয়... মিথ্যে নয় 

ভাত ফোটানোর প্রগাঢ় স্বপ্নরোগ

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ