দর্পণ || কবিতা গুচ্ছ || এ কে আজাদ




পোস্ট বার দেখা হয়েছে

বুকের ঘরে ভাঙ্গা নিক্তি


বুকের ভেতর আঁধার পুরি,

থমকে গেছে কথার মালা,

আমি এখন সভ্য(!) কথক

বুকের ভেতর ভীষণ জ্বালা।


বিদ্যা-ঘরে নেশার রানী

আমরা আছি দিব্যি ঘুমে,

মুণ্ডুহীনা সময় এসে

দেশের কপাল আলতো চুমে।


নীতির ঘরে স্বার্থ-ইঁদুর

কেতাব কেটে করছে সাবাড়,

মিছেই কবি কাব্য লিখে 

রাত্রিটাকে করছে কাবার।


অস্ত্র-গোলা ঈশ্বর এখন

বিশ্বটাকে ভীষণ কাঁপায়,

সবার বুকেই ভাঙ্গা নিক্তি

এখন মানবতা মাপায়।

********************

 খোকন সোনার আজব ভাষা


কার্টুন দেখে 'কাগুন্' বলে

কুকুর দেখে 'ঘু',

খেলনা কিংবা সত্যি গাড়ি

সব কিছু তার 'ভু'।


দুধকে বলে 'দিদি' খোকন,

মাছকে বলে 'মাম্',

আঙুল দিয়ে দেখায় পানি

নাম দিয়ে তার 'আম্'।


খাবার দেখে 'খাও' বলে সে,

মুড়ি দেখে 'মুই'।

পোকা মাছি মশা দেখে

বলে ছোটন-  'বুই'।


খোকার আজব মধুর ভাষার 

নেই ব্যাকরণ, তবে

শব্দ শুনেই মানেটা যে

বুঝে নিতে হবে।

*****************

হাওয়ার কানে জলের কথা


জল-কন্যারা জলে নাচে সাগর হাসে দেখে,

সাগর বুকে জলের পদ্য কবির কলম লেখে।


জীবন জুড়ে জল পিয়াসা গহীন সাগর বুকে,

নদীর পরশ পেলে সাগর ঢেউ তুলে গায় সুখে।


জলের বুকে জলকেলি নদীই খেলে যদি,

সাগর ঘুমায় বুকে নিয়ে শান্তি নিরবধি।


সাগর কন্যার পায়ের নূপুর মুর্ছনা দেয় জলে,

কেউ কি জানে কোন্ তালে সে জলের ছন্দ বলে!


ঢেউয়ের সুরে কী কথা কয় দখিন হাওয়ার কানে-

সাগরকন্যার দলে কি গো সেই কথাটি জানে?

****************

শুভগীতি গাইবো সবাই


দৃষ্টি আমার হোক যে উঁচু আকাশ ছোঁবার স্বপনে,

দিবস রাতি চেয়ে থাকি হাজার স্বপন বপনে।


স্বপ্নগুলো হাওয়ায় ভরে দেই আকাশে উড়িয়ে,

দুঃখ শোকের সময়গুলো যাক নিমিষে ফুরিয়ে।


হাজার ফুলের সুবাস দিয়ে সবার জীবন হোক গড়া,

ঐশী আলোয় আলোকিত হোক আঁধারের এই ধরা।


তারায় তারায় ভরে উঠুক আঁধারপুরির আকাশ ঐ,

শুভ দিনের শুভ গীতি সবাই মিলে গাইবো সই।

***************

আমি হেরে গিয়েও জিতে গেছি


আমি হেরে গিয়েও জিতে গেছি

তোমার মনের অজান্তেই,

তেমার ফুলের বনে হইনি কাঁটা

সে কথা তুমি তো জানতেই।।


তুমি সুখের বাসর আঁকতে গিয়ে

অগ্নিগিরি এঁকেছো,

তুমি সোজা পথে হাঁটতে গিয়ে 

অন্য পথে বেঁকেছো,

জয়ের হাসি তুমি হাসতে গিয়ে

বুকের ব্যথায় বুঝি কানতেই।।

(তেমার ফুলের বনে হইনি কাঁটা

সে কথা তুমি তো জানতেই।।)


তুমি মুক্ত আকাশ ছুঁতে গিয়ে 

সাগর জলে পড়েছো,

তুমি স্বাধীন বনে উড়তে গিয়ে

শিকল পায়ে পরেছো।

আজকে না হোক কালকে বুঝি এই

পরাজয় তুমি ঠিক মানতেই।।

(তেমার ফুলের বনে হইনি কাঁটা

সে কথা তুমি তো জানতেই।।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ