শারদ সংখ্যা ২০২০ || কবিতা || বিনিময় দাস




পোস্ট বার দেখা হয়েছে

অবহেলিতের  অন্তর কথা
বিনিময়  দাস 
                                    
আমি দীঘির জলে  চাঁদের প্ৰতিবিম্বের মতো 
স্থলে তোমার  সমান্তরা‍লে চলি আজীবন,
তুমি আমার নিরন্তর আবেগিক 
                  নিঃশব্দের প্ৰকাশ দেখো না......
দেখো শুধু কলঙ্কের প্ৰলেপন ।
তুমি নিক্ষেপ করো‍ অবজ্ঞার ঢিল
                                         দীঘির শরীরে‌‍,
কটাক্ষের শব্দরা‍ নিঃশব্দের আঙিনায়
                                         খেলা করে‌‍  ।
আমি আহত হ‌ই-----
ঐক্যকেন্দ্রীক তরঙ্গ‍‍ে‌‍র বৃত্তে চলে
                              আমার উত্থান-পতন,
যা অবস্থান করে‌‍ তোমার দৃষ্টির পরি‍ধি পারে‌‍ ---
আমি যেন  তোমার
অবহেলার ফুৎকারে‌‍র নিশানায় 
                  নিজেকে করে‌‍ছি উপস্থাপন ।
একদিন সত্যিই তোমার পৃথিবীতে
                  ঘটেছিল স্নিগ্ধ জ্যোৎস্নার সমাবেশ,
তাই -----
ভালোবাসা আজ গোপন লকারে‌‍ বন্দী,
আমি বিবেকের সাথে করে‌‍ছি সন্ধি ।
আজ সংযমের সুতোয় দূরত্বকে আপন করি‍,
সাঁকো ভেঙে স্বেচ্ছায় দেওয়াল গড়ি ।
অন্তরে‌‍ শুনি শুধু বিবেকের আদেশ,
তাই-----
অনুভবে হৃদয়ে মাখি শুধু
                 তোমার প্ৰতি শুভেচ্ছার আবেশ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ