শারদ সংখ্যা ২০২০ || কবিতা || রনজিৎ কর




পোস্ট বার দেখা হয়েছে


এখন শ্বাসমূলে বেঁচে থাকা
রনজিৎ কর

ঝুলন্ত উপত্যকায় দাঁড়িয়ে 
হিমশৈলের সাথে  ঘর বাঁধার সাধ ,
সূর্যের আলো দেখে অস্থির স্নায়ু 
ভাবনার পাহাড়ের বোঝা টানে ;
ক্লান্ত চোখে শান্তি নেই ,
সারা শরীর জুড়ে আতঙ্কের ছাপ 
প্রতিটা লোমকূপে তার আত্মপ্রকাশ ;
কঙ্কাল দেহ থেকে হৃৎপিন্ড ছিটকে বেরিয়ে যেত চায় ,
অন্ধকারের গভীরতা মেপে -পা টিপে চলার সময় বোধ হয় শুরু,

ভাদ্রের ভোরে প্রতিটা  মুহুর্ত উপলব্ধির ভাষায় বন্দি ,
পরিযায়ী পাখিদের অচেনা পথে ব্যর্থ প্রচেষ্টা–
ভর দুপুরে  আশা হারায় ;
খরস্রোতা নদীও উৎসে চিরযৌবনা , প্রাণচঞ্চলা ,
মোহনায় ম্লান  ।

শূণ্য মরুভূমি-   গভীর নিম্নচাপের  দিকে চেয়ে ,
শান্তির  বৃষ্টির অপেক্ষায় ।
  পড়ন্ত রোদ্রে কপোত কপোতীর ঠোঁটের  আঁচড়ে চাঁদের স্বপ্ন ,
ভাবনারা জ‍্যোৎনায় ফাঁকে উঁকি মেরে
মেঘের আড়ালে ঝুঁকি নিতে চায় ;
দূরত্ব জেনেও দিগন্তে খেয়া বেয়ে 
শরতের মেঘে ভেসে যাওয়ার সুখ
দু-চোখে তখনো  আসে ;
নদী -নালা ,খাল -বিল পেরিয়ে সমুদ্রে গা ভাসায় ।
গাঙ চিল দৃষ্টিভঙ্গি ,
পুরোটা এক ছোবলে ছিনিয়ে নিতে গিয়ে
ফাঁদে পড়ে প্রাণ হারায় ;
নাহলে জয়োল্লাসের অহমিকায় ফেটে পড়ে ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ