শারদ সংখ্যা ২০২০|| কবিতা || পিয়াংকী




পোস্ট বার দেখা হয়েছে

সমাজতন্ত্রকে একদিন ...
পিয়াংকী 

সাততলা রোদের নিরাভরণ আঁচে ধিমি গতিতে ফুটছে চালের শরীর ,  
গত শতাব্দীতে চাষীর বুকে "অসহযোগ আন্দোলন"এর যে প্ল্যাকার্ডটা  লাগানো ছিলো  ...

এ যুগে ধানজমির বন্যায় অস্পষ্ট হয়ে গেছে তার  সমস্ত অক্ষর । 

আজ আর হাহাকার নয় 
হাতে নেই ভিক্ষা পাত্র 
তারারন্ধ্রে বিপ্লব নিচ্ছে আগুনজন্ম । 

প্রকাশ্য রাস্তায় খুনীরা পাথর ভাঙ্গছে 
টুকরো টুকরো বেনামী অন্ধকারের দেহ থেকে ঠিকরে বেরোচ্ছে আলো 
কাতারে কাতারে মানুষ চুম্বকের টানে এ দৃশ্য দেখার জন্য জমায়েত বাড়াচ্ছে ।

সমাজতন্ত্রের শিরদাঁড়া সোজা করতে আমিও মুঠো ভরে কুড়োচ্ছি ধুলো 
যাপন করছি বেদুইন জীবন 

কোনদিন উৎসবের শরীর থেকে আতিশয্যের মৃত্যু হলে ,  

জোনাকির গর্ভ থেকে আগুন ছিনিয়ে প্রদীপ জ্বালাবো  
আর সেদিনই ভগবানের চরণে ঠেকিয়ে নেবো নিজের মাথা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. দর্পণ-র শারদ সংখ্যা-২০২১ প্রকাশ হয়েছে কি জানাবেন ?

    ★■◆ পীযূষকান্তি বালা, দমদম,
    কলকাতা-৫৫।

    উত্তরমুছুন