দর্পণ || মর্মে লাগবে রং - মাধুরী সাহানা




পোস্ট বার দেখা হয়েছে

মর্মে লাগবে রং

মাধুরী সাহানা


ঋতুরঙ্গ মঞ্চে  এসেছে ফাল্গুন ,

বাসন্তী , গোলাপী , নীল , লাল রঙের মেলা ।

প্রকৃতি সেজেছে যুবতী কন্যা  

কানে সাদা যুথিকা , কেশে‌ কৃষ্ণচূড়া ।

কাজললতার কালো আঁখিতে চপল চঞ্চলতা ।

ময়ূরকন্ঠী রং ছোপানো জরিপাড় শাড়ি প্রেমাতুর অঙ্গ সৌরভে ।

দুই হাতের অঞ্জলীতে গাঁদা ফুলের অর্ঘ ; "এসো আমার ঘরে এসো " ।

বুলবুলের কন্ঠে রবিঠাকুরের গানের সুর , ময়ূরী নৃত্যে তাথৈ ।

হোলি খেলায় মেতেছে প্রাণিকুল ।‌‌ "বসন্ত জাগ্রত দ্বারে ' ।

আবীর উড়িয়ে রং ‌ছড়িয়ে 

রঙিন সাজে  সাজো  দুঃখ ভুলে এক সাথে ।

দোল পূর্ণিমায় ব্রজের ধুলি নিয়ে  শ্রীকৃষ্ণ সখাসহ বৃন্দাবনে লীলা করেন ।

দুধের হাড়ি নিয়ে গোপীনিরা যাবেনা হাটে ।

যমুনার জলে দুধে আলতা  রঙে রঙিন  হবেন তারা যৌবনের উৎসবে । 

মর্মে লাগবে রং ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ