দর্পণ || পদাবলী - রিয়া চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

পদাবলী

রিয়া চক্রবর্তী 


সেই যেন কতযুগ আগে, 

শ্যামের রঙিন ঘন ফাগে। 


নিজেকে রাঙালেন রাধা, 

শ্যামের মোহন ডোরে বাঁধা। 


রাই কিশোরীর গৌর অঙ্গে, 

শ্যামের সজ্জা প্রেমের রঙ্গে। 


শিমুলে পলাশে লাগলো আগুন, 

রঙিন আবেশে জাগলো ফাগুন। 


বসন্ত আজও ফিরে ফিরে আসে

আবীর রঙানো এই মধুমাসে। 


মন ভেসে যায় দূর বহুদূর,

হৃদয় যাপনে স্বপ্ন মেদুর। 

 

শ্যামের বিরহে দিন কেটে যায়, 

রাই কিশোরীর হৃদি বেদনায়। 


আকুল গোপিনীর হৃদয় রঞ্জনী,

ভেসে আসে বাঁশি, আসে কেকা ধ্বনি। 


সুন্দর গোপিনাথ সদাই মহান, 

"মরনরে তুঁহু মম শ্যামসমান"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ