দর্পণ || চাঁদনী রাতে - অমল কুমার ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

চাঁদনী রাতে

অমল কুমার ব্যানার্জী


চাঁদনী রাতেও আমরা আছি অন্ধকারে,

চাঁদটা যেন ঝিমিয়ে গেছে। 

স্নিগ্ধতা তার নেইকো মোটেই,

নিশীথ রাতে স্বপ্নগুলো ঝলসে গেছে চাঁদের মাঝে। 


পূর্ণিমা চাঁদ গহণ লেগে গ্রাসের পথে,

যতো কিছু ভুলভ্রান্তি আজও চাঁদের দেশে। 

ছড়িয়ে আছে সবার জীবন মাঝে,

আমি আছি এরই মাঝে তোদের সাথে। 


চাঁদনী রাতে আমি দেখি কে ঐ পথিক, 

হাতড়ে বেড়ায় প্রতিশ্রুতি, স্মৃতির মাঝে। 

চাঁদটা শুধু হাসছে আপন মনে,

জ্বলছে সে যে, যুঝছে নিজের সনে।


চাঁদনী রাতেও অন্ধকারে আমরা আজও বসে,

পূর্ণিমা চাঁদ দেয় না আলো,

অন্ধ সমাজ অন্ধ সমাজপতি, 

চাঁদটা শুধু হাসে, চাঁদনী রাতেও অন্ধকারের পরিহাসে,

অন্ধ আমি অন্ধ সবাই অন্ধ সমাজটা যে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ