দর্পণ || বসন্ত বিলাস - অমিতাভ মীর




পোস্ট বার দেখা হয়েছে

বসন্ত বিলাস

  অমিতাভ মীর 


কাঁপন ধরিয়ে মাঘের বিদায় হিমানীর দেশে,

শৈত্য প্রবাহের ঝরা সাথে আনে মৃত্যু-শোক-জরা,

বসন্তের আঁচে মরা প্রাণ বাঁচে, ফুলসাজি ধরা;

বিষাদের কুঞ্জবীথিতে বসন্ত আসে ভালোবেসে।


ফাগুনের উৎসবে কাকলীতে মাতোয়ারা বন,

বসন্তের তাপ ছড়ায় উত্তাপ, উঁকি দেয় সুখ,

বসন্ত বাগানে কার ছোঁয়া পেতে চায় শূণ্য বুক;

গুলমোহরের রূপ অগ্নিঝরা, দ্রোহী হতে চায় মন।


বসন্ত বাহারে ধরণীর বুকে জাগে আলোড়ন, 

পলাশ-শিমুল বনে মনকাড়া রূপের উল্লাস,

বিষণ্ণ কবির মনে জাগে বৃথা বসন্ত বিলাস;

রূপ, রস-গন্ধ নিয়ে ফাগুনের যত আয়োজন।


বসন্ত বিলাস আনে দীর্ঘশ্বাস কেঁদে ওঠে প্রাণ,

সাথী প্রিয়জন একী আচরণ, কেন থাকো দূরে?

এসো নির্জনে বন গহনে মোহন বাঁশির সুরে,

বনে বনে ঘুরে নেব প্রাণ ভরে মধু পুষ্প ঘ্রাণ। 


শূণ্য বুকে কাঁদি মাথা ঠুকে, বহে বসন্ত বাতাস, 

ফাগের রাস মন উদাস বুক জুড়ে হা-হুতাশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ