দর্পণ || বসন্তের রঙে - মঙ্গল মিদ্যা




পোস্ট বার দেখা হয়েছে

বসন্তের রঙে

মঙ্গল মিদ্যা 


পাড়ার মোড়ে হৈচৈ রব ! 

আমি জানি, বাইরে বেরলে আমাকে রাঙিয়ে দেবে

বসন্তের রঙে।


আমার ঘরের জানলা থেকে পলাশ গাছটা দেখা যায় না,

তাই ফাগুনের লাল ফুলটা দেখতে পাচ্ছি না।

অন্য গাছ গুলি থেকে পাতা ঝরে পড়ছে

খসখস করে।


দূরে ওই দেখতে পাচ্ছি,

সজনে ডাটার ফুল ফুলেছে সাদা সাদা ছোটো ছোটো।

জানি পলাশ ফুলের মত সুন্দর এরা নয়।

তবুও বসন্ত উৎসব শুরু হয়ে গেছে।


হঠাৎ কে যেনো আমার গালে আবীর দিলো।

আমি চমকে দেখলাম, আরে পায়েল তুমি।

আমি তার হাত ধরে নিজের কাছে টান দিলাম।

তার নিঃশ্বাস বেড়ে গেলো

জোরে জোরে।


হাত ছাড়িয়ে ছুট দিলো ভীড়ের মাঝে,

আর আমিও তার পিছু পিছু।

সবাই আমাকে রাঙিয়ে দিলো,

লাল গোলাপী আবীরে।


আমি অনুভব করলাম,

এই উৎসবের মাঝেই তো তুমি আছো পায়েল।

এদের সাথে তুমিও হয়তো আমাকে রাঙিয়ে দিলে,

বসন্তের রঙে আবীরের রঙে

বসন্ত উৎসবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ