দর্পণ || ফাগুন রোদ্দুরে - শিবানী বাগচী




পোস্ট বার দেখা হয়েছে

ফাগুন রোদ্দুরে

শিবানী বাগচী


বসন্তের আবিরা লালে করি শব্দের শৃঙ্গার, আবিষ্ট মন জমাট বাঁধা প্রশ্নে অকারণ আমায় রক্তাক্ত করে।

কৃষ্ণচুড়া লালে ফাগুন রোদ্দুরে, ধুলো মাখা মেঠো পথে আদরে আবেগ মেখে দুহাত বাড়ায়।

বনে ফোটেনি পলাশ, ঝরে পড়েনি শিমুল, গায়নি পাখী গান, অন্তর উদাস, বুঝি সুর গেছে ভুলে!

সে আসে ভালোবাসে, উঁকি দেয় বনানীর খাঁজে আর পুবালী হাওয়ায় ভেসে নব উল্লাসে।

বুনো হাঁস ডুব দেয়, মহুয়া নেশায়, ঘুম ভাঙা চোখে ; হাতে হাত ধীর পায়, গোপন তৃষ্ণা মেটায় উতল ডানায়, পেখম তুলে‌।

আগ্রাসী দহনে আবিষ্ট লতার মতো পড়ে আছি, আবিরে গুলালে ; বাউলের একতারা মনে তুলে দোতারার সুর - বুঝি বসন্ত এসে গেছে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ