দর্পণ || মাঘের বিদায় - নীলাঞ্জনা ভৌমিক




পোস্ট বার দেখা হয়েছে

মাঘের বিদায় 

নীলাঞ্জনা ভৌমিক


তন্দ্রা মাখা আঁখি দুটি

 চায় যে প্রকাশিতে, 

অরুণ আলোর দৃপ্তমাঝে

 নিজেকে সমর্পিতে।


সবুজে ভরা তরুর শাখে

শিশির ভেজা ঘাসে ঘাসে,

কৃষ্ণচূড়ার ফাঁকে ফাঁকে

পলাশ রাঙা পুষ্প হারে-

প্রকৃতি সাজে নবরাগে।


ধূসর কুয়াশা যায় যে সরে-      

বসন্ত আসে ধীরে  ধীরে,

আধেক রাতে মাঘের দ্বারে।

চমকে উঠে সে পিছনে ফেরে!

চোখ তার ভরে ওঠে জলে , বলে......

            

 ' আমার যত কাজ

         হোল যে সারা

কোকিলের কুহুতানে,

  বিশ্ব যে মাতোয়ারা! 


এবার আমায় দাও বিদায়

    কালের তালে তালে,

আবার আসব ফিরে

    এই মায়েরই কোলে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ