দর্পণ || ফেরার ঠিকানা - না হি দ




পোস্ট বার দেখা হয়েছে

ফেরার ঠিকানা

না হি দ


যেখানে মৌরিফুলের অবাক হেলদোল টেনে নেয় পথের ভবঘুরে আঁধার

শেষ মীমাংসায় সেখানেই

এমন কোনো বসন্তে — জমজমাট শব্দের অভাবে

ছায়াসিঁড়ি হেঁটে হেঁটে

চুপিচুপি হোক তড়পানো এ চোখের ফেরার ঠিকানা বারবার

------------


ফাল্গুনের আসাযাওয়া

না হি দ


ফিরে দেখি হঠাৎ

নতুন নতুন ছন্দগুলো রয়ে গেছে অতীতে

সবুজছোঁয়া মায়াগুলো ওখানেই বেঁধেছে ঘর

সবার সাথে সেই মিষ্টি গন্ধটাও সেখানে

রোজ রাতে গভীরের অন্ধকারে সেগুনকাঠের আলমারিটা খুলি

সমস্ত শরীর আতর হয়ে মিশে যায় দাদি'র সাজানো প্রতিটা তাকে


ইহনাহিদের বেশুমার ডাক পাথরে পাথরে জ্বালিয়ে দেয়—

আগুন

আগুন


শুকনো পাতায় ওটাই ঝরে হয়ে ফাগুন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ