দর্পণ || বসন্ত-ফুরাণঃ - আর্য চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

বসন্ত-ফুরাণঃ

আর্য চ্যাটার্জী


বসন্তের হাওয়ায় অনেক জীবানু

অপভ্রংশে কেউ কেউ বীজানু-ও বলে

জানলার এক চিলতে ফাঁক দিয়ে গলে

কোশে ক’ষে বিস্ফোরণ পরমানু।


ফ্রেমে এক টুকরো পাথর ছিল রাখা

বুঝিনি বসন্ত তুমি তাতে ধরিয়েছ ফাটল

নিঃশব্দ অ-ভৌগলিক পুকুরে ঘাই তোলা কাতল

আর সালাডে পেঁয়াজ চোখ, রোমকূপে এক্সফোলিয়েশন মাখা


এ কি! শল্কপত্র! ফাটলেতে সবুজ, মাইক্রো আর্টে

প্রভূত অরণ্যানী, নদী বয়ে চলে বেষ্টনীয়া গাঢ় উপত্যকা

খিল গ্য়া গব্বর, হোলি কে দিন, স্প্লিনটারে রক্ত চাখা

ব্রহ্মকমলের রেনু দিয়ে পায়েস রাঁধেন মেনকা ফ্লিপকার্টে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ