দর্পণ || বসন্ত বিচিত্রা - শৈলেন্দ্র নাথ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

বসন্ত বিচিত্রা 

শৈলেন্দ্র নাথ চক্রবর্তী


পেটে মেরে কিল , ভেঙে সব খিল

         বাহির হইনু  পথে। 

অনাহারে থাকি, তবু নেই ফাঁকি

         মন আজি রঙে মাতে। 

আদি অনন্ত ,  ভরা বসন্ত 

        ফাগুনে আগুন জ্বলে ।

চৈতে মাতন , পুণ্য গাজন

          ভেদাভেদ যাই ভুলে। 

দে দোকানী রঙ ,এক পয়সার রঙ 

      আয় না খেলি অং বং চং। 

দু-পয়সা পাই, জোটে   এটুকুই  

        তাই এক পয়সায় রঙ। 

একে পেটে খাই  , দুয়ে রঙ চাই

       খেমতা কোথায় আর  ?

অন্য বসন্ত  , ধন্য দিগন্ত 

         মিলন হোক সবার। 

বসন্ত - ডালি  , দিয়ে হাততালি 

       তূরীয়ানন্দে মাতে। 

পেটে নেই ভাত  , তবু এ প্রভাত

          রূপে রসে থাক সাথে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ