দর্পণ || অন্য সুখের বসন্তে -পিন্টু বেতাল




পোস্ট বার দেখা হয়েছে

অন্য সুখের বসন্তে

  পিন্টু বেতাল


সব উৎসবই, সদা সর্বদা- মহামিলনের ক্ষণ;

অলীক প্রেমের খুশীর মাদল- বসন্ত আগমন।

প্রেম শুধু কি- কৃষ্ণ রাই এর? প্রেম প্রকৃতির রূপের;

কৃষ্ণচূড়া, রাঙাপলাশ, কোকিল কুহু সুরের।


ভাসবে আজি সবেমিলে- প্রকৃতির ওই মধুর রঙে,

রামধনু সুখ আবির মেখে- সাজবে সবে নতুন করে,

বসন্ত উৎসবের ধারায়- খেলবে হোলি, মাতবে দোলে,

ভাবো যদি এটাই শেষ! অন্য সুখটা গেছো ভুলে।


ব্যস্ত মোরা- সারাটি বছর, টেক্কা দিতে- একে অপরকে,

গতানুগতিক ঘড়ির কাঁটায়- সময়ের সাথে পাল্লা দিতে;

চুলোচুলি- প্রতিনিয়িত, ধর্ম বর্ণ জাতের শোষণ,

একমাত্র- রঙের খেলায়, সর্ব ধর্ম সহমত পোষণ;

হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান,

বৌদ্ধ, জৈন, উঁচ নীচ-  'ম্লান';

রক্ত যেমন- সকলেরই লাল,

তেমনই, বসন্তে- রঙেই মাতাল;

সব ভেদাভেদ ভুলে আজি, সকল মনেই খুশীর রঙ;

আলিঙ্গনেই যাবে ঘুচে- খুঁড়িয়ে চলা সম্প্রীতির ওই মরচে জং।


লাল, নীল, হলুদ, সবুজ, সোনালী কিম্বা রূপালী-

সাম্প্রদায়িক সম্প্রীতিতে- বসন্ত আজ, খেলবে হোলি;

বাদ যাবে না একটা কেউও- লম্বা, বেঁটে, ফর্সা, কালো,

কামার, কুমোর, মুচি, মেথর, চাষা, শ্রমিক, ছেলে বুড়ো।


এবার বলো কোন্ টায় সুখ? শুধু কি ঐ প্রেমের খেলায়?

নাকি! ভুলে ভেদাভেদ, প্রাণের সুখে- 

আবিরে রাঙানো বসন্তের ঐ- সর্বধর্ম সমন্বয়ে??

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ