দর্পণ || বসন্ত বাহার - প্রশান্ত চ‍্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

বসন্ত বাহার

প্রশান্ত চ‍্যাটার্জী


আজি বসন্ত দুয়ারে দাঁড়িয়ে,

পলাশ শিমুল ঝলমলে তাই-

রং লেগেছে ঘরে ঘরে।

দখিনা দুয়ারে বইছে ফাগুন হাওয়া,

প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া-

ফুলে ফুলে ভ্রমরেরা করছে খেলা,

তরুণ হৃদয়ে লেগেছে দোলা-

কোকিলের কুহুতানে জানান দিচ্ছে;

বসন্ত এসে গেছে!!

ঋতুরাজকে স্বাগত জানাতে,

প্রকৃতি আজ নতুন সাজে সেজেছে।

ফাগুন আজি বসন্তে ভরা;

দোল উৎসবে মাতে বসুন্ধরা,

মন চলে যায় সেথায় আমার

রঙিন রঙের স্বপ্নতে-

নীল দিগন্তে রবির রঙিন শোভা,

এঁকে গেছে বসন্তের এই ফাগুনেতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ