দর্পণ || হৃদয় বিষুব - সুমনা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

হৃদয় বিষুব

সুমনা ভট্টাচার্য্য


হৃদয় বিষূব- যতই জুড়ছ মনখারাপের শর্ত

নিয়ম নিষ্ঠ শূন্য মাপছে ভৌগোলিক গোলার্ধ। 

কুয়াশার ভিড় ডেকেছে অথৈ সে  বাড়ছে নিম্নচাপ...

আলপিন রোগ শুধরে দেবে এ বসন্তের শিরোনাম। 


কনসিলারই জানতে পারত ভরাট ফাঁকের হদিশ 

চোখের কাজল গভীর টানেই খাদের শিল্প আঁকিস ;

অফিস ফাইল, হোমটাস্ক আর পাঁচফোড়নের পরত-

পানের চূন আগলে রাখ' ভুলে রোজনামচার খরচ। 


ব্যালকনিতেই থমকে দাঁড়ায় নাগাল ছুটের উড়াল

বসন্তকে সামলে দ্যায় যে সে এই ঘরেরই দেয়াল 

সবুজ পাতার লুকোনো ঘা ওই বিষাদ রাতের শেকড়-

মাটিও চিনতে ভুল করে,  এক একলা মনের আঁচড় ;


ঠোঁট কামড়াও, দুচোখ বুঝুক সেই টলোমলো  তাগিদ

বাঁধের কাছেই হিসেবনিকেশ -  নদীর বাঁচার রসিদ

হৃদয় বিষুব, চিরহরিৎ সেই অরণ্যে সে প্রবাসী 

বসন্তও যে এক মুসাফির মনসরাই আবাসিক...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ