দর্পণ || রঙ্গিলা বসন্ত - শিবানী গুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে

রঙ্গিলা বসন্ত

শিবানী গুপ্ত


রঙে রঙে রাঙিয়ে নে রে জোট্ বেঁধে সব।

ফাগের খেলায় মাতলো যে রে পরাণ আজ।

মধু বসন্ত ডাকছে সবারে ব‍্যাকুল উষ্ণতায়।

উতলা মন উন্মুখর ধায় মাতাল মগ্নতায়।


নানা রঙের আবীর ছুঁড়ে সাজলি নাহয় খুশির সাজ।

দোলে রে আজ পরাণ দুলে,

রুদ্ধমনের দুয়ার খুলে।

ফাগুন আবীর দে্ মাখিয়ে উষ্ণ তপ্ত লাল ঠোঁটে তে।

অনুরাগের ইশারাতে কাঁপন জাগে  হোলির রঙে হৃদ- ভূমিতে।


দোলের ছোঁয়ায়  সাজলো নিখিল অরূপ সাজে।

ফাগুন আবীর ঢাললো আগুন প্রেমিক মনের মাঝে।

ভালোবাসার পদ্মকলি ফুল হয়ে আজ উঠছে ফুটে।

ইচ্ছে সাধের কুঁড়ি গুলি বসন্ত রাগে ঝলসে ওঠে।


ফাল্গুনী বসন্ত ভালোবাসার

আবীরে প্রেমের বারতা ভরে।

পারাবত মন বিবশ বিভোর উচ্ছলতায় স্বপ্নের দেশে উড়ে।

প্রেমের আবীর আজ  রাঙ্গায় ভুবন,রাঙ্গায় প্রেমিক মন।

 অমর প্রেমের এ কাব‍্য কথন

ছ'ড়ায় কবিমন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ