দর্পণ || ক্লান্ত - রতন চন্দ্র রায়




পোস্ট বার দেখা হয়েছে

ক্লান্ত

রতন চন্দ্র রায়


আমি তো বসন্ত চাইনি, আমি তো কোন

অন্যায় অধিকার চাইনি,

আমি মৌলিক অধিকার চাই।


আমি কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায়-রাস্তায়

কাগজ কুড়াতে চাইনি,

আমি চেয়ে ছিলাম সুন্দর একটি সকাল

যে সকালে ঘুম ভেঙ্গে শুনবো

বাবু তোমার স্কুলের সময় হয়েছে।


সমাজের কষাঘাতে বই-খাতা রেখে

দু'মোঠো ভাতের জন্য

রাজপথের ফুটপাতে ঘুরে বেড়াই

রোধ-বৃষ্টি ঝড়ে।


বসন্তের পড়ন্ত বিকেলে যখন

পার্কের মাঝে বসি ক্লান্ত হয়ে,

দেখিতে পাই কত মানুষ

সেজেছে তার নতুন সাজে।


মনের মাঝে কষ্ট জমে ঘাম হয়ে ঝরে

দুর-দুর করে তাড়িয়ে দেয়

তাদের পাশে বসিলে,

অসহায় পথ-শিশু বলে

আমাদের মুল্য নেই,

এই ঘুনে ধরা সমাজের কাছে।


টোকাই বলে আমাদের করে অবহেলা

মন খারাপের দেশে

আমরা করি বসবাস,

ধিরে-ধিরে নিয়তি আমাদের

ঠেলে দেয় অন্ধকার গলির পথে।


বই-খাতা কলম দিয়ে

আমাদেরও পারে সভ্যতার দারে পৌছাতে।

বসন্তের  কদম ফুলের মত

আমরাও পারি ফুটিতে

তোমাদের মাঝে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ