ধারাবাহিক উপন্যাস || কংসাবতী ( পর্ব ---২১) মহুয়া




পোস্ট বার দেখা হয়েছে

কংসাবতী

( পর্ব ---২১)

মহুয়া


সিভিল ড্রেসে পুলিশ স্কুলে ঢুকলো ম্যাটাডোরের ড্রাইভার কে সঙ্গে নিয়ে । স্কুলের হেডমিস্ট্রেস

অলকানন্দা রায় অভ্যর্থনা জানালেন ।

------ আসুন স্যার , বসুন । কি প্রয়োজনে আমাদের স্কুলে এসেছেন জানতে পারি কি ? 

------ অ্যাকচুয়ালি আমি একজন টিচারের খোঁজে এসেছিলাম । নামটা জানি না তবে দেখলে চিনতে পারব । কদিন আগে উনি থানায় এসেছিলেন , একটা ছোট্ট প্যাকেট পড়ে থাকতে দেখে কনস্টেবল, উনি চলে আসার পরে । আসলে আমি ছিলাম না থানায় ,তবে ওই কনস্টেবল দেখলে চিনতে পারবে । 

------- আচ্ছা , আমি বরং কাউকে দিয়ে টিচারদের খবর দিচ্ছি , সবাই যেনো টিচার্স রুমে চলে আসে । একটু অপেক্ষা করুন ।

------ ঠিক আছে , আমি বাইরে অপেক্ষা করছি । সবাই চলে এলে ডেকে দেবেন প্লিজ ।

------ নিশ্চয় , বন্দনা আর শিপ্রা তোমরা টিচারদের খবর দাও রুমে আসার জন্য । না না , বাইরে কেনো ? আপনি এখানেই অপেক্ষা করুন । আসলে সামনেই তো পরীক্ষা ,ক্লাস চলছে পুরোদমে । এক আধ জন বাদে সব টিচারদের ই পাবেন । 

------- এখানে তো প্রচুর আদিবাসী মেয়ে পড়ে । যদিও এখন ওরা অনেক এগিয়ে গেছে আগের তুলনায় । রেজাল্ট কেমন হয় ? ©️

------ রেজাল্ট খুব খারাপ হয় না । এখন স্কুল ছুটদের সংখ্যাও অনেক কম । পড়াশুনোর প্রতি আগ্রহ বেড়েছে বাবা মায়েদের । এটা একটা শুভ লক্ষণ । গতবছর বাঁকুড়া জেলার দ্বিতীয় স্থানে ছিল এই স্কুল রেজাল্টের ভিত্তিতে । পাঁচ বছর আগের চেয়ে অনেক ভালো ।বেশকিছু ভালো টিচার আছে । 

------- ম্যাডাম , সবাই চল্যে আসেছু টিচার রুমে । 

------- চলুন স্যার ।

------- এককড়ি চলো হিরো কে নিয়ে । মর্নিং এভরিওয়ান , একটু অসুবিধেয় ফেললাম আপনাদের , মাপ করবেন । ঠিক সে দেখ আউর বাতা কৌন সা ম্যাডাম ?

------- লেকিন সাব হিয়া পে হ্যায় নেহি উ ম্যাডাম । পর এহি স্কুল মে মেরা সাথ ভেট হুয়া থা । 

গজব হ্যায় । এ্যায়সে ক্যায়সে হো সকতা হ্যায় ? 

------ আচ্ছা আপনাদের সব টিচাররা আজ এসেছেন নাকি দু একজন আসেননি ? 

------ দুজন আসেনি স্যার । সুচেতা চক্রবর্তী আর মৌমিতা বাস্কে । 

-------ওনারা কি আজই আসেননি ? ©️

-------না মৌমিতা আজ আসেনি শুধু । তবে সুচেতা কদিন ধরেই আসছে না । আসলে ওর বাবা খুব অসুস্থ , সে কারণেই  । আজ নিয়ে চারদিন ।

------- ও আচ্ছা , ঠিক আছে চলি । এককড়ি চলো , আর কি করা যাবে ? তবে তোমায় ছাড়বো না বাছাধন । জানিস তো , বাঘে ছুঁলে আঠার ঘা আর পুলিশ ছুঁলে ঘা এর পর ঘা ।

------ সাব ম্যায় সচ বোল রহা হুঁ । এ হি স্কুল মে আতা হুঁ খানা লে কর । 

----- হ্যাঁ তুমিই তো আসো মিড ডে মিলের গাড়ি নিয়ে । আর ও একজন আসে । কিন্তু স্যার ওকে অ্যারেস্ট করেছেন কেনো ? আমি তো খেয়ালই করিনি এতক্ষণ ।

------ একটা অ্যাক্সিডেন্ট কেসের জন্যে । একটা গাড়িকে মেরে দিয়েছে । 

------ রামধন থানায় চলো । এককড়ি আজ কোর্টে কেস নেই তো ? তাহলে একটু সময় পাওয়া যাবে । 

------- না স্যার , কিন্তু একে কবে কোর্টে চালান করবেন ? কেস তো আজই দিতে হবে ।

------ না আজ দেবো না । তুমি গিয়ে প্রতুল বাবুর ব্যাগ থেকে যে ডাইরি টা পাওয়া গেছে সেটার লক ভেঙে ফেলবে । ডাইরি তার আবার লক ! 

------ ঠিক আছে স্যার ।  থানায় পৌঁছেই ড্রাইভারকে লক আপে ঢুকিয়ে দিয়ে ডাইরির লক টা ভেঙে দিল । স্যার কি দারুন দেখতে ডাইরি টা । 

------ ইন্সপেক্টর সুজয় ঘোষ ডাইরি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন । 

------ প্রথম পৃষ্ঠাতেই একটা সাদাকালো ছবি আটকানো , বেশ চেনা । কোথায় যেনো দেখেছেন ! মনে পড়ে গেলো , প্রতুল বাবুর মোবাইলে দেখেছেন । তারপর যত পড়ছেন তত যেনো বিস্ময়ের গভীরে চলে যাচ্ছেন । পুরো ডাইরি টা যেনো একটা স্বীকারোক্তিমূলক নথি ।

মেরি সব জানত প্রতুলবাবুর অতীত ? আশ্চর্য ! সুচেতা মেয়েটা পরিস্থিতির শিকার । হঠাৎই মনে হলো আশ্চর্যজনকভাবে ওই ভদ্রমহিলার নাম ও সুচেতা চক্রবর্তী । উনি তো টিচার বলেছিলেন । তাহলে কি খাতরা স্কুলের টিচার উনিই ?  কিন্তু তাহলে উনি ওনাদের কেনো হাসপাতালে নিয়ে যাবেন ? এককড়ি চা দিতে বলো । মাথাটা কেমন গোলমাল হয়ে গেলো ।


ক্রিং ক্রিং ক্রিং ----- হ্যালো ইন্সপেক্টর সুজয় ঘোষ বলছি । কি বললেন ? ডিড সি এক্সপায়ার ? ওহ গড

ভেরি ভেরি ব্যাড নিউজ । আর ভদ্রলোক ? জ্ঞান ফিরেছে , কথা বলছে । ওকে । যাক একে বাঁচানো গেল অন্ততঃ । একটু স্টেবল হলেই আমাকে ফোন করবেন প্লিজ , ওনার জবানবন্দি টা নিতে হবে । কি আর করা যাবে ? ভদ্রমহিলার কন্ডিশন প্রথম থেকেই ভালো ছিল না । হোপ সি রেস্ট ইন্ পিস । ওকে , বাই । 


(চলবে)

আগের পর্ব পড়ুন ......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ