রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

আত্মসমালোচনা

সমর সেন


একদা আমরা ছিলাম বিমর্ষ বাঁদর;  

আজ আস্ফালনে মত্ত যেন বীর হনুমান।  

সেতুবন্ধের অনেক বাকি,  

ওপারে রাক্ষসের স্পর্ধা দিনেদিনে বাড়ে,  

প্রতিদিন দেখি উষ্টগ্র্রীব প্রতিনিধি তার  

এদেশকে নির্বিকারে বলাত্কার করে;  

কিন্তু ভাই, নিশ্চিত জানি  

শেষপর্যন্ত ইতিহাস নির্ঘাত্ আমাদের দিকে;  

সেই ঐশী ইতিহাসশক্তির মায়ায়  

লেজের জটিল জাল দেখি রাবনের গলায়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ